মামলা হলেও বিচার পাননি বরিশাল বিশ^বিদ্যালয়ে ভুক্তভোগী কর্মচারী
- বরিশাল ব্যুরো
- ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
বরিশাল বিশ^বিদ্যালয়ের অফিস সহায়ক ও এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ ইব্রাহিম সেলিমের মেয়ে নুসরাত জাহান ইব্রাহিমের ওপর হামলা চালিয়েছে অপর দুই কর্মচারী। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানায় গত নভেম্বর একটি জিডি করা হয়েছে। একই সাথে ঘটনার বিচার চেয়ে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবরে পৃথক আবেদন করা হলেও কোনো বিচার পাননি ভুক্তভোগী কর্মচারী নুসরাত জাহান ইব্রাহিম।
এ বিষয়ে থানায় জিডি এবং বিশ^বিদ্যালয় প্রশাসনকে অবহিত করে লিখিত আবেদন দেয়া হলেও এখন পর্যন্ত সুষ্ঠু কোনো তদন্ত ও বিচার হয়নি।
এ বিষয়ে জিডির তদন্ত কর্মকর্তা বন্দর থানার এসআই রিয়াজুল ইসলাম বলেন, এই জিডিটি নিয়মিত মামলায় রূপান্তর হয়েছে। আমি বিশ^বিদ্যালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা